এনফিল্ডের যে ৩ মডেল মুগ্ধ করে বাইকারদের

ছবি বাংলাদেশ লাইফ স্টাইল

শেয়ার করুন

বাইকারদের মধ্যে বেশ জনপ্রিয় রয়্যাল এনফিল্ড। বিভিন্ন বয়সী ক্রেতারা বিভোর হয়ে থাকেন এ কোম্পানির বাইকে। বাজারে রয়্যাল এনফিল্ড একাধিক বাইক বিক্রি করলেও নির্দিষ্ট ৩টি মডেলের ওপর আকর্ষণ থাকে সব থেকে বেশি। ফলে শোরুমে এ ৩ বাইকের দারুণ চাহিদা দেখা যায়।

এ বাইকগুলোর পারফরম্যান্সের পাশাপাশি লুকও আকর্ষণীয়। এ মডেলগুলোর নাম, দাম ও বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করা যাক।

রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০
নাম ক্লাসিক, পারফরম্যান্স এবং লুকেও ক্লাসিক এ মোটরবাইক। এনফিল্ডের সব থেকে বেশি বিক্রি হওয়া এ বাইকের দাম শুরু ১ লাখ ৯৩ হাজার টাকা (ভারতীয় রুপি) থেকে। সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম এবং ডুয়াল চ্যানেল এবিএস দুই বিকল্পই রয়েছে এতে। বাইকের টপ ভেরিয়েন্টের (এক্স-শোরুম) দাম ২ লাখ ২৪ হাজার টাকা (ভারতীয় রুপি)। ৩৫০ সিসি ইঞ্জিন সমৃদ্ধ ক্লাসিক ৩০ কিমির ওপর মাইলেজ দিয়ে থাকে। ফুয়েল ক্যাপাসিটি রয়েছে ১৩ লিটার।

রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০
মাত্র ১ বছরের মাথায় ক্রেতাদের মন জয় করেছে হান্টার। ভারতসহ পৃথিবীর বহু দেশেই এ বাইকের প্রতি ভালোবাসা দেখিয়েছে বাইকাররা। অনেকের ধারণা, এনফিল্ডের বাইক বেশ ভারী হয়। এ কথা বহু বাইকের ক্ষেত্রে সত্যি হলেও হান্টারের ক্ষেত্রে সত্যি নয়। কারণ এটি কোম্পানির সব থেকে হালকা বাইক। কার্ব ওয়েট ১৭৭ কেজি। এতেও ৩৪৯ সিসি ইঞ্জিন রয়েছে, যা গড়ে প্রায় ৩৫ কিমি মাইলেজ দিতে পারে। এর (এক্স-শোরুম) দাম ১ লাখ ৪৯ হাজার থেকে ১ লাখ ৭৪ হাজার টাকা (ভারতীয় রুপি)।

রয়্যাল এনফিল্ড বুলেট
বন্দুকের বুলেটের মতোই তীক্ষ্ণ এনফিল্ড বুলেট। যা গত কয়েক দশক ধরে ভারতের বাজার দাপাচ্ছে। ভারতীয় সেনারাও এ বাইক ব্যবহার করে। বর্তমানে এটি ৩টি ভেরিয়েন্টের বিক্রি হয়। সম্প্রতি দেশটিতে নতুন বুলেট আনার ঘোষণা করেছে। আগামী ১ সেপ্টেম্বরে আসছে এ মোটরবাইক। এ মুহূর্তে যে বুলেট ৩৫০ বিক্রি হয়, এর (এক্স-শোরুম) দাম রয়েছে ১ লাখ ৫০ হাজার থেকে ১ লাখ ৬৮ হাজার টাকা (ভারতীয় রুপি)।

1 thought on “এনফিল্ডের যে ৩ মডেল মুগ্ধ করে বাইকারদের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *