আল-আকসা ইন্টারন্যাশনাল স্কুল

আল-আকসা ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষাবৃত্তি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

শেয়ার করুন

রাজধানীর শনিরআখড়ায় রোববার স্মৃতিধারা আল-আকসা ইন্টারন্যাশনাল স্কুলে বৃত্তিপ্রদান ও কৃতি শিক্ষার্থীদেও সংবর্ধনা দেওয়া হয়েছে। শনির আখড়ার ৬নং রোডে অবস্থিত ১১ জন শিক্ষার্থীকে এ বৃত্তি প্রদান করা হয়।
এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আল-আকসা ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক আমিনা খাতুন। অনুষ্ঠানে প্রধান আতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির সভাপতি শেখ মিজানুর রহমান, বিশেষ আতিথি ছিলেন স্মৃতিধারা পঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন। উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির শিক্ষা সচিব মাহবুবুর রহমান, প্রসিকিউশন বিভাগ ঢাকা মেট্রো পলিটন পুলিশের সহঃ উপ-পুলিশ পিরদর্শক মোঃ জিয়াউল হক প্রমুখ। এছাড়া স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করা হয়। বৃত্তিপ্রাপ্ত ১১ জন শিক্ষার্থীদের হাতে বৃত্তি সনদ প্রদান করে সকল শিক্ষার্থীদের সঠিকভাবে পড়াশোনা করিয়ে আগামি বছর আরও বেশি সংখ্যক শিক্ষাথীদের বৃত্তি প্রাপ্তির এবং অভিভাবকদের সহযোগিতার আশা ব্যক্ত করে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *